
প্রকাশিত: Sun, Aug 13, 2023 11:01 PM আপডেট: Fri, May 9, 2025 11:46 PM
[১]সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র: মির্জা ফখরুল
রিয়াদ হাসান: [২] বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সব রাজনৈতিক দল এক হয়ে গেছে। গত ২৮ জুলাই বিএনপির মহাসমাবেশের মাধ্যমে দেশের মানুষ জেগে উঠেছে। দেশের সব মানুষের দাবি এখন সংসদ বিলুপ্ত করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া।
[৩] রোববার বিকেলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারের পদত্যাগ ও রাষ্ট্রের সংস্কার শীর্ষক এ আলোচনা সভা রাজধানীর শান্তিনগরের একটি হোটেল অনুষ্ঠিত হয়।
[৪] মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতিতে দুর্যোগময় সময় বিরাজ করছে। আওয়ামী লীগ অতীতে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিল। কিন্তু বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
[৫] আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অথচ সরকার ডেঙ্গু পরিস্থিতিকে গুরুত্ব না দিয়ে মেগা প্রকল্পের উদ্বোধন করছে।
[৬] রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাউয়ুম দলের রাজনৈতিক পর্যালোচনা ও প্রস্তাব তুলে ধরেন। তিনি সংবিধান, জাতীয় সংসদ, স্থানীয় সরকার, নির্বাচনী ব্যবস্থা, আইন, বিচার ও প্রশাসন, মৌলিক অধিকার, অর্থনীতিসহ সাতটি বিষয়ে আইন সংস্কারের দাবি তোলেন।
[৭] এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, জঙ্গি নাটক করে সরকার আবারো ক্ষমতায় থাকতে চায়। যখনই আন্দোলন জমে উঠে তখনই সরকার জঙ্গি অভিযানের নাটক করে। জনগণ ও বিশ্বকে বুঝাতে চায়, আওয়ামী লীগের দরকার আছে। কিন্তু তাদের অপকর্ম এখন বিদেশেও আলোচিত।
[৮] খালেদার জিয়ার চিকিৎসা এদেশে আর সম্ভব নয় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ডাক্তারা এ বিষয়ে উদ্বিগ্ন। তারা বলছেন, তাকে দেশের বাইরে নেয়া দরকার তাড়াতাড়ি। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা নিতে বিদেশে নিতে দিচ্ছে না।
[৯] অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার ক্রীড়া, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, পরিবর্তন আসছে। জনগণের জয় হবে ইনশাআল্লাহ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
